• বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে সদর ইউপি ও চালিতাডাঙ্গা ইউপি পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন চিরকুটে ভাই-ভাবিকে দায়ী করে ব্যবসায়ীর আত্মহত্যা! সিরাজগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় শাহীন স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ডিবি পরিচয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সিপাইয়ের বিরুদ্ধে ৪৯ হাজার টাকা লুটের অভিযোগ প্রতারণা আর ব্লাকমেল তাদের পেশা, হাতিয়ার মিথ্যে মামলা ডিজিটাল পেমেন্ট নিরাপদ করতে নতুন নীতিমালা জারি সার্কভুক্ত দেশগুলোকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হবে

রায়হান আলীঃ

উল্লাপাড়ার পশু হাটে বিক্রি হবে ৩০ মন ওজনের বাহুবালী

/ ১২৩৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার কোরবানির পশু হাটে বিক্রি হবে বাহুবালী। দেখছে লাল রঙের এই বিশাল আকৃতির গরুটির ওজন ৩০ মন। গরুর মালিক সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় পূর্বদেলুয়া গ্রামের আব্দুল আজীজ, এবার কোরবানির পশু হাটে বাহুবালী কে বিক্রি করতে চান ১২ লাখ টাকা। তিনি পেশায় একজন কৃষক। শখ করে পশু পালন করেন। ছোট বেলা থেকেই এভাবে পালন করে এসেছেন। এতো বড় গরু কখনো পালন করেননি এর আগে। এজন্য বাহুবলী প্রতি তার বেড়ে গেছে মায়া। নামটা তিনি নিজেই রেখেছেন। নিজের সংসার চালাতে হিমসিম খেলেও বিশাল আকৃতির এই গরুটির খাবার যোগান দিয়ে যাচ্ছেন। গত ৩ বছর মায়া-মমতায় গরুটি লালনপালন করেছেন। এই ৩ বছরে গরু এবং আব্দুল আজিজের পরিবারের মধ্যে সক্ষতা গড়ে উঠেছে।

গরুর মালিক আব্দুল আজিজ জানান গত দুই তিন বছর গরুর প্রতি মায়ায় বিক্রি করেনি। নিজেদের সংসার চালাতে হিমশিম খেলেও, বাহুবলীকে খাবার যোগান দিয়েছে। কিন্তু এই যোগান আর দিতে পারছে না। তাছড়া অনেক টাকাই আটকে আছে বাহুবলীতে। এবার আর চাচ্ছে না ধরে রাখতে। বাহুবলীর টাকা দিয়ে সংসারে নতুন কিছু করবে বলে মনে করেন।এছাড়াও এতো দামী গরু কিভাবে বিক্রি করবো সেই টেনশনে আছি। একজন বলল ভালো নাম রাখলে নাকি গরু বিক্রি হয়। তাই নাম রেখেছি বাহুবলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর