• বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন চিরকুটে ভাই-ভাবিকে দায়ী করে ব্যবসায়ীর আত্মহত্যা! সিরাজগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় শাহীন স্কুলের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিরাজগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ডিবি পরিচয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সিপাইয়ের বিরুদ্ধে ৪৯ হাজার টাকা লুটের অভিযোগ প্রতারণা আর ব্লাকমেল তাদের পেশা, হাতিয়ার মিথ্যে মামলা ডিজিটাল পেমেন্ট নিরাপদ করতে নতুন নীতিমালা জারি সার্কভুক্ত দেশগুলোকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানানো হবে গণমাধ্যমের ওপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার হুমকি

শরীরে ৬৬৭ বার মেয়ের নাম, ট্যাটু করিয়ে বিশ্বরেকর্ড বাবা’র!

/ ৮৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

অনলাইন ডেস্ক:
মেয়ের প্রতি অদম্য ভালোবাসা। সেই ভালোবাসাকে খোদাই করে রাখলেন বাবা নিজেরই শরীরে। চামড়া ফুঁড়ে লিখিত রইল মেয়ে সন্তানের নাম। একবার নয়, একাধিকবার। এমনই আশ্চর্য অপত্যপ্রেমের সাক্ষী হল গিনেস বুক। শরীরে মেয়ের নাম ৬৬৭ বার ট্যাটু করে রেকর্ড গড়ে ফেললেন ইংল্যান্ডের এক ব্যক্তি।

ইংল্যান্ডের বাসিন্দা ৪৯ বছরের মার্ক ওয়েন ইভান। ২০১৭ সালেও মার্ক ট্যাটুর জন্য রেকর্ড তৈরি করেছিলেন। সে সময় তিনি পিঠে তার মেয়ে লুসির নাম ২৬৭ বার লিখিয়েছিলেন। একই নামের ট্যাটুর জন্য মার্কের নাম উঠেছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। কিন্তু ২০২০ সালে মার্কের সেই রেকর্ড ভেঙে দেন দিয়েদ্রা ভিগলি নামে এক মহিলা। তিনি আমেরিকার বাসিন্দা। দিয়েদ্রা নিজের নামের ৩০০টি ট্যাটু করিয়েছিলেন। ফলে রেকর্ড হাতছাড়া হয়ে যায় মার্কের।
তবে হাল ছাড়ার পাত্র ছিলেন না মার্ক। নিজের হারানো উপাধি ফিরে পেতে মরিয়া ছিলেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু পিঠে তো আর জায়গা নেই। অগত্যা দু’পায়ে ৪০০টি ট্যাটু করিয়ে ফেলেন মার্ক। দু’পায়ে ২০০টি করে ট্যাটু করানোর পর উচ্ছ্বসিত হয়ে মার্ক বলেন, রেকর্ড ফিরে পাওয়ার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা আমি আমার মেয়েকে উৎসর্গ করলাম।

জানা গেছে, দু’জন ট্যাটু শিল্পী মিলে এক ঘণ্টা ধরে ট্যাটুগুলি করেছেন। এই মুহূর্তে দ্বিতীয় সন্তানের কোনও পরিকল্পনা নেই মার্ক ও তার স্ত্রীর। তবে ভবিষ্যতে যদি তাদের আবার সন্তান হয়, তাহলে আরও এই ট্যাটু দিয়ে বড় কোনও কাণ্ড ঘটাবেন মার্ক। স্নেহ আর অধ্যাবসায়ের এমন আশ্চর্য মিলন দেখে হতবাক সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর