• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে মনোনয়ন চেয়ে জাসদ নেতার সংবাদ সম্মেলন

/ ১৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

অনলাইন ডেস্ক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে জাসদ মনোনীত ১৪ দলীয় জোটের মনোনয়ন পেতে সংবাদ সম্মেলন করেছেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ আখতার হোনেন সাঈদ। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিহীন কোন ব্যক্তি সংসদে নির্বাচিত হলে স্বাধীন দেশের জনগণের আশা আকাঙ্খার কোনদিনই প্রতিফলিত হবে না। তাই জাসদ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে মুক্তিযুদ্ধের চেতনায় আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষন করেন।


সংবাদ সম্মেলনে জেলা জাসদ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক জুন্নুন, নবীনগর উপজেলা জাসদ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম, কে জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর