• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন

কাজিপুরে ১৫ টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ

/ ২৫ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ,৷ গড়বো স্মার্ট বাংলাদেশ। ” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে ১৫ টি জলাশয়ে ৬২৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে, গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্ৰামের প্লাবন ভূমিসহ বিভিন্ন জায়গায় পোনামাছ অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ -১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় উপপরিচালক এর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরদার মোঃ মহিউদ্দিন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহীনুর রহমান,রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক।তিনি জানান, রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে অভ্যন্তরীণ জলাশয়/প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে উপজেলার ১৫টি সরকারি বেসরকারি জলাশয়ে ৬২৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রগুলি থেকে ৩ গুন মাছ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা রয়েছে। এ ছাড়াও চলতি অর্থবছরে উপজেলা সকল নদী ও জলাশয়ে মোট ১.৫ মেঃ টন লক্ষ মাছ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর