• মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরও ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮

/ ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

অনলাইন ডেস্ক
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন ঢাকার এবং ৭ জন ঢাকার বাইরের। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ জনে।


শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন নতুন রোগী। তাঁদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮৫ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৫৭৩ জন।


এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২ লাখ ২০ হাজার ৮২২ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন মোট ৯ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী। এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে, ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর