• মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন

রাজধানীতে ঘন্টা চুক্তিতে যা করছে কলেজ ছাত্রীরা!

/ ২৪৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

  • অনলাইন ডেস্ক
ডিজিটাল বাংলাদেশে সবকিছুই যেন ডিজিটালের হাওয়া।

দেশ ডিজিটাল হওয়ায় ভালোর পাশাপাশি আছে খারাপ। এরই অংশ হিসাবে বর্তমানে রাজধানীতে অবাধে চলছে ফোনে অশ্লিলতা।

আর ঢাকার তরুণীরা এক ঘন্টা বা দুই ঘন্টার চুক্তিতে এই ফোন করতে বিজ্ঞাপনের জন্য ব্যবহার করছে বিভিন্ন ওয়েবসাইট, পাশাপাশি আছে ফেসবুকেরও ব্যবহার। ফলশ্রুতিতে এ বাণিজ্য মহানগরীতে এখন জমজমাট ব্যবসা। তবে ফোনে গোপন কাজ করার জন্য আপনাকে ঘন্টা প্রতি গুনতে হবে টাকা।

আর এই জন্য আপনাকে অগ্রিম বিকাশ বা ফেলিক্সিলোড ক’রতে হবে নির্ধারিত ফোন নম্বরে। নচেৎ সাড়া দেয়া হয় না। এ সংক্রান্ত অনেক ওয়েব সাইটে বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে। ওইসব বিজ্ঞাপনে বলে দেয়া হচ্ছে, বিকাশ বা ফেক্সিলোড মাধ্যম ছাড়া টাকা না পাঠিয়ে দয়া করে কেউ বি’র’ক্ত করবেন না। মিস ক’ল দেবেন না।

টিপিএন২৪/ এইচ এইচ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর