প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা, খ্যাতিমান সাংবাদিক ইকবাল সোবহানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পরিবার। শুক্রবার বিকেলে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে দৈনিক যুগের কথা পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাকে পত্রিকার পরিবারের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলাল উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক সায়েম উদ্দিন, সহ-সম্পাদক জহুরুল ইসলাম, বার্তা সম্পাদক অশোক ব্যানার্জী, স্টাফ রিপোর্টার এস এম আল আমিন, বেলকুচি প্রতিনিধি গোলাম মোস্তফা রুবেল, তাড়াশ প্রতিনিধি মামুন হোসাইন, উল্লাপাড়া প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, চৌহালী প্রতিনিধি আব্দুল লতিফ, কাজিপুর প্রতিনিধি মো: শফিকুল ইসলাম, কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন প্রমুখ।