সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর মধ্যপাড়ায় অবস্থিত শের নগর দারুল আরকাম উন্মুক্ত বয়স্ক মাদ্রাসার উদ্যোগে ১৬ জনকে ছবকদান করা হয়েছে। শুক্রবার (১লা জুলাই) বাদ মাগরিব শেরনগর দারুল আরকাম উন্মুক্ত বয়স্ক মাদ্রাসায় এ ছবকদান করা হয়।
উক্ত ছবকদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রুহুল আমিন প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ড. মাওঃ মোহাম্মদ মনিরুজ্জামান ইউসুফী, সহকারী অধ্যাপক ইসলামিয়া সরকারী কলেজ ও খতিব শেরনগর শাহী জামে মসজিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওঃ মুফতি ইসমাইল মাহমুদ, খতিব শেরনগর কেন্দ্রীয় জামে মসজিদ, ৮ নং পৌর কাউন্সিলর আলম প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুমন ভূঞা প্রমূখ।
আলোচনা ও ছবকদান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রধান আলোচকের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।