সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা ক্রেস্ট পেলেন আব্দুস সালাম বিএসসি। শিক্ষক আব্দুস সালাম বিএসসি তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
এর আগে রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা ক্রেস্ট তার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) নুর-নবী ,তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল ও তাড়াশ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান প্রমুখ।