প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ২০২২-২০২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২ হাজার ৮৮৪ টি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর সকালে ঘুড়কা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরন করা হয়। ট্যাগ অফিসার অতিকুর রহমানের উপস্থিতিতে ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার চাউল বিতরন শুরু করেন। এ সময় ইউপি সচিব মিজানুর রহমান মজনু সহ অত্র ইউনিয়ন পরিষদের সাধারন সদস্যবৃন্দ ও স্থানীয়রা নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।