কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা (কেজেএফডি)। নেতৃবৃন্দ অবিলম্বে রুবেলের ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শুক্রবার (৮ জুলাই) কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হক ও ভারপ্রাপ্ত মহাসচিব আইয়ুব আনসারী এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।
স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেলের হত্যার রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ এবং গণমাধ্যমে আতঙ্ক সৃষ্টি করবে যা সাংবাদিক সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।
এ ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়াসহ এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে কেজেএফডি।