স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ঘরে ফেরা উত্তরের মানুষগুলোর যাত্রাপথে দুর্ভোগের যেন অন্ত নেই। ঘণ্টার পর ঘণ্টা তপ্ত রৌদ্র আর ভ্যাপসা গরম সহ্য করে তাদের রাস্তাতেই কাটাতে হচ্ছে।
যানজটে কখনো কখনো স্থবির হয়ে পড়ছে ঢাকা-সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। ঠিক তখনই তৃষ্ণার্ত মানুষদের পিপাসা মেটাতে পানির বোতল দিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুরের একদল স্বেচ্ছাসেবী।
শনিবার সকাল থেকেই সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ‘আলহাজ্ব শেখ আঃ সালাম ফাউন্ডেশন’র পক্ষ হইতে রাস্তায় যানজটে ভোগান্তির শিকার মানুষের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করা হয়।
বিতরণ কাজে সহযোগীতা করেন আপন আলো মানব কল্যান ফাউন্ডেশন ও তৃপ্তির হাসি বাংলাদেশ নামের
সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এসময় সমাজকর্মী ইব্রাহিম, মোহাম্মদ আলী, আরিফুল, নাঈম, আবির ও কাশেম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীরা যানজটে নাকাল হয়ে পড়েছে। তিন ঘণ্টার রাস্তা আসতে সময় লেগেছে ১৪ থেকে ১৫ ঘণ্টা। প্রচণ্ড গরম আর রোদে মানুষ চরম ভোগান্তি নিয়ে ভ্রমণ করছেন। অনেকেই আবার অসুস্থ হয়ে পড়ছেন। মানুষের এ দুর্ভোগের সুযোগ নিচ্ছে কিছু মৌসুমি ব্যবসায়ী। তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ১০ টাকার পানি ২০ টাকায় বিক্রি করছেন।
এ অবস্থায় আলহাজ্ব শেখ আব্দুস ছালাম ফাউন্ডেশন’র পক্ষ থেকে বোতলজাত পানি ও শুকনো খাবার ক্লান্ত মানুষের হাতে হাতে তুলে দিচ্ছে।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সসমন্বয়ক জানান, ভাল কাজে অংশ নিতে পেরে আনন্দিত। এক দিকে যানজটের চরম ভোগান্তি তার সাথে যুক্ত হয়েছে মৌসুমি পানি ব্যবসায়ীদের দ্বিগুণ মুল্য নেয়া। এ থেকে কিছুটা হলেও স্বস্তি পেল প্রায় ১২ শ যাত্রি।