প্রবাস মানে কর্মব্যস্ততা, পরিবার প্রিয়জন ছাড়া নানা চাপের মধ্যে থাকা দেয়ালবিহীন উন্মুক্ত কারাগার। কর্মস্থলে বন্ধুত্ব গড়ে উঠে একে-অন্যের সাথে সুখ-দুঃখ শেয়ার করে সুযোগ পেলে সবাই মেতে উঠেন আড্ডায়। ঈদের ছুটি উপভোগ করতে সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর পরিবার তরুণ বাংলাদেশিরা দেশীয় স্বাদে রান্নাবান্না করে খাওয়া-দাওয়া শেষে পার্ক, দর্শনীয় স্থানে ঘুরাঘুরি হাসি ঠাট্টায় মেতে উঠে স্মৃতি ধরে রাখতে সেলফি, ফেসবুক লাইভে, ঈদের আনন্দ ও খুশির মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেন অন্যদের সঙ্গে।
একবব্ধ শক্তি, একবব্ধ বল, এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার সিঙ্গাপুর প্রবাসীদের পথ চলা মানবিক ও সামাজিক সংগঠন সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর।
সিঙ্গাপুর প্রবাসীরা সিরাজগঞ্জ জেলা সকল প্রবাসীদের নিয়ে সিঙ্গাপুরের বুকে গঠিত, সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর। ঈদের শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, খেলাধুলা আনন্দ বিনোদন, শেষে এক কালারের পাঞ্জাবি পরে ছবিতে বন্দী করেন। খাওয়া দাওয়া, ফাঁকে ফাঁকে গান বাজনা, গল্প আড্ডা, খেলাধুলা মেতে উঠে সবাই। কিছু মুহূর্ত দেশের প্রিয়জনদেন কাছে না পাওয়ার দুঃখ ভুলে থাকা।
এসময় সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর এর আহ্বায়ক তাহাজ্জত হোসেন রাজু, দেশে যাওয়ায় সংগঠনের যুগ্ম আহবায়ক সাজিদুল ইসলাম, সদস্য সচিব, সরকার আল আমিন, সুজন রানার শেখ রুবেল এর নেতৃত্বে ঈদ আনন্দ আয়োজিত, উদযাপনের উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক,, সাজেদুল ইসলাম সোহাগ, মোঃ ফরিদুল ইসলাম, শওকত মির্জা. হাসান রেজা,সদস্য সচিব সরকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব মোঃ সুজন রানা, শেখ রুবেল, সদস্য মোঃ নাজিম ,লোকমান আহমেদ, মোঃরাকিবুল ইসলাম রাকিব, এস.এফ. এ আমিনুল, মোঃ রফিকুল ইসলাম রফিক, রাসেল আহমেদ, ইউসুফ আলী, মুক্তার সরকার,নয়ন আহমেদ, মোঃ ওমর ফারুক, নাজমুল হেসেন, মোঃ জুবায়েল, সফিজ উদ্দিন আকন্দ ও আব্দুল খালেক উপস্তিতি ছিলেন ঈদ পূর্ণমিলনীতে।