সিরাজগঞ্জের রায়গঞ্জে থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রবীন নেতা খন্দকার মোহাম্মদ সাইফুল ইসলাম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি…… রাজিঊন)।
তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। নিঃসন্তান এই প্রয়াত নেতা স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রায়গঞ্জ পৌর শহরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। এই রাজনৈতিক ব্যক্তিত্বের ইন্তেকালে শোক জানিয়েছেন স্থানীয় এমপি অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, স্বাচিপ নেতা ডাক্তার এম এম আক্তারুজ্জামান সোহেল, মরহুমের রাজনৈতিক সহকর্মী সাবেক সভাপতি মোহাম্মাদ হানিফ উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজি জিন্নাহ, সহ সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ভিপি আমিনুল ইসলাম শিহাব, সাংস্কৃতিক সম্পাদক হাসানুজ্জামান সুলতান প্রমুখ।
মরহুমের লাশ রাত সাড়ে ৯ টায় রায়গঞ্জ জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে বলে জানাগেছে।