সিরাজগঞ্জের কামারখন্দে মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় দ্বিতীয় বারের মত পুরস্কার পেলেন সফল মৎস্য চাষি রেজাউল করিম শেখ। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে রেজাউল করিম শেখের হাতে সন্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ২ দশমিক ৪ হেক্টরের চারটি পুকুরে কার্প জাতীয় মাছ চাষ করেন রেজাউল করিম শেখ। এসব পুকুর থেকে বার্ষিক ১১ দশমিক ৯৩৭ মেট্রিক টন উৎপাদন করা হয়। এছাড়াও মিশ্র প্রজাতির মাছ চাষের তার আরও ৬টি পুকুর রয়েছে। কার্প জাতীয় মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরুপ রেজাউল করিম শেখকে দ্বিতীয় বারের মত পুরষ্কার প্রদান করা হয়। এর আগে তিনি ২০১৯ সালে মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখায় পুরস্কারপ্রাপ্ত হন।