বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও কেক কর্তনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে সলঙ্গা কদমতলা হতে একটি বর্ণাঢ্য র্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারে সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফকুল ইসলাম তালুকদারের পরিচালনায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার।
এসময় সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমরুল কায়েস, সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয়,আব্দুল মমিন,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক রিপন হাসান,রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিন্টু মিয়া,সাধারণ সম্পাদক শাহিন আলম,হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ময়ান আলী মঈন,যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাজু,আব্দুল্লাহ আল ইমরান,সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কেএম সোহেল রানা শিবলু,সাধারণ সম্পাদক মোতালেব হোসেব বাবু,ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক টুটুন আহমেদ,ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম,নলকা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোহেল রানাসহ থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।