প্রবীন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য তাজউদ্দীন তাজু মৃত্যু(৭৮) বরন করেছেন।
তাজউদ্দীন তাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হোসেন মনসুর ।
বৃহস্পতিবার (২৮জুলাই) সকাল ১১টায় দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রয়াত তাজউদ্দীন ৪ছেলে, ১মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.হোসেন মনসুর তাজউদ্দীন তাজুর বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।