সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ও বেলকুচি ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে ভাঙ্গাবাড়ি ইউনিয়নে সভাপতি পদে সৌবিক ইসলাম সুসম ও সাধারন সম্পাদক পদে সাজ্জাদুল তালুকদার হৃদয়।
এছাড়া বেলকুচি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে সাকিবুর রহমান সজিব ও ইউসুফ আলীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। শনিবার বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব সাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে রোববার সকালে দুই ইউনিয়নের নতুন কমিটির নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।