সিরাজগঞ্জের কামারখন্দে বজ্রপাতে মতিউর মন্ডল (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের মৃত ওয়াহাব মন্ডলের ছেলে।
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিউলি বেগম জানান, দুপুরে বৃদ্ধ কৃষক মতিউর রহমান গরু নিয়ে মাঠে যান। বিকেলের দিকে বৃষ্টি গুড়িগুড়ি হলে গরু নিয়ে বাড়ী ফিরছিলেন তিনি। এসময় মাঠেই তার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।