৪ঠা আগস্ট সন্ধা ৭.০০ বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াশ উপজেলা শাখা’র সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা: আজিজুর রহমান ইন্তেকাল করিয়াছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, তাড়াশ উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার গভীর শোক প্রকাশ করছেন, এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। তিনি দুই ছেলে ও চার মেয়ে ও সহধর্মিনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। সজ্জিত কর্মকার বলেন, তিনি ছিলেন সদা হাস্যজ্বল মানুষ সকলের সাথে প্রাণ খুলে কথা বলতেন। তার মৃত্যুতে আমরা হারালাম একজন অভিভাবক।