নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক উন্নয়ন সাসেক-২ প্রকল্পে ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ার প্রতিবাদে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা।
সাসেক-২ প্রকল্পে সড়ক উন্নয়নে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে রায়গঞ্জে ৬টি মৌজায় ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ ভূমি মালিক এস,এম মমতাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোঃ মুকুল পাঠান, সুশান্ত কুমার তালুকদার, আলম সহ আরো অনেকে। মানববন্ধনে ভুক্তভোগীরা তাদের ভূমি অধিগ্রহনের টাকা পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এবং এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এর কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করে বলেন তারা।