বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নতুনভাবে বঙ্গবন্ধু শিক্ষা বিমা কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে প্রতিটি জেলায় কো–এডুকেশন (ছেলে–মেয়ে উভয়ই) চালু আছে এমন একটি করে সরকারি স্কুলের শিক্ষার্থীদের এ বিমার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারিকৃত এক নির্দেশনায় এ তথ্য পাওয়া গেছে।
মাউশির পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজ উদ্দীন আহাম্মদের স্বাক্ষরে ২০ ফেব্রুয়ারি জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও জীবন বিমা করপোরেশনের সঙ্গে সম্পাদিত ২০২২–২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী নতুন করে বঙ্গবন্ধু শিক্ষা বিমার আওতায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ‘বন্ধবন্ধু শিক্ষা বিমার’ আওতায় আনতে প্রতিটি জেলা থেকে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (ছেলে এবং মেয়ে কো–এডুকেশন শিক্ষাপ্রতিষ্ঠান) মোট শিক্ষার্থীর তথ্যসহ সমন্বিত অঞ্চলভিত্তিক তথ্য সংযুক্ত ছক আকারে পাঠাতে বলা হয়েছে।