মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ৭শ কেজি ফেয়ার প্রাইসের চাউল জব্দ, আটক ২ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-(ডিইএব) সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমিটি গঠন এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যাকান্ড :বালুখোকো ‘মান্নান ফকির’ গ্রেপ্তার আগরতলায় বাংলাদেশি হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ সারিয়াকান্দি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু ইন্দুরকানির একটি গ্রাম থেকে সাতটি হিন্দু পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে গেছে ‘লীগ চক্র’ই নিয়ন্ত্রণ করছে বরগুনার সবকিছু চায়না থেকে ঘুরতে এসে প্রেম, ইসলাম ধর্মগ্রহণ করে এক সন্তানের জননীকে বিয়ে করলেন যুবক! মোবাইল থেকে চার্জার খুলতে গিয়ে তরুণীর মৃত্যু!

হামলার হুমকিতে বাড়তি নিরাপত্তা বইমেলায়

রিপোর্টারের নাম / ৩৭০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১:৩১ অপরাহ্ন

অমর একুশে বইমেলায় নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শুক্রবার সকাল থেকেই বইমেলার ভেতর ও বাইরে অন্যান্য দিনের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল বেশি। মেলার প্রবেশদ্বারে কঠোর তল্লাশির মুখে পড়তে হয়েছে ক্রেতা ও দর্শনার্থীদের।

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে চিঠি পাঠিয়ে বইমেলা ও পুলিশ সদর দপ্তরে বোমা হামলার হুমকি দেওয়ায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ ঘটনার পর ‘অনিবার্য কারণে’ গতকাল বইমেলা যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন দুই মন্ত্রী। পুলিশ কর্মকর্তারা বলছেন, আনসার আল ইসলামের চিঠি নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই। চিঠি দিয়ে জঙ্গি হামলার নজির বাংলাদেশে নেই।

গত বৃহস্পতিবার সকালে বইমেলা ও পুলিশ সদরদপ্তরে বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠানো হয়। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে হাতে লেখা এক পৃষ্ঠার ওই চিঠিতে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের পাশে দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। জঙ্গি সংগঠনটি দাবি করেছে, দেহ ব্যবসাসহ অন্যান্য নারীঘটিত অপরাধের বিরুদ্ধে তাদের অবস্থান। যাত্রাবাড়ীর ওই দুটি আবাসিক হোটেলের বিষয়ে পুলিশকে অবহিত করলেও কোনো ব্যবস্থা নেয়নি এবং বইমেলায় লেখকরাও দেহ ব্যবসার বিরুদ্ধে কোনো বই লেখেনি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আমাদের সিদ্ধান্ত পাকিস্তানের করাচি পুলিশ সদর দপ্তরের মতো বাংলাদেশের পুলিশ সদরদপ্তরে বোমা মেরে পুলিশ হত্যা করব। এটা করার জন্য সুযোগের অপেক্ষায় আছি। পত্র পাওয়ামাত্রই যদি ওই দেহ ব্যবসা বন্ধ করা না হয়, তবে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বোমা মেরে বইপ্রেমীদের খুন করব।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় জিডি করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গতকাল সকাল থেকে বইমেলায় পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের ব্যাপক তৎপরতা ছিল। নিরাপত্তার স্বার্থে মেলার আশপাশের ভ্রাম্যমাণ দোকানপাট তুলে দেওয়া হয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি।

পুলিশ সদস্যরা জানান, মেলাকেন্দ্রিক বিভিন্ন হামলার ঘটনা এর আগে মাসের শেষ দিকেই বেশি ঘটেছে। আর মেলার শেষ দিকে লোকজনও বেশি আসে। তাই এই সময়টিতে এমনিতেই নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যে জঙ্গি হামলার হুমকির পর আরও সতর্ক অবস্থানে আছেন তারা।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘জঙ্গি হামলার চিঠিটি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ছুটির দিনে (গতকাল শুক্রবার) বইমেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ধরনের চিঠি আগেও আমরা পেয়েছি। এই চিঠির ওপর ভিত্তি করে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

মেলায় একাধিক বইয়ের স্টলের কর্মীরা জানিয়েছেন, জঙ্গি হামলার হুমকিতে মেলায় দর্শনার্থীদের উপস্থিতিতে কোনো প্রভাব পরেনি। শুক্রবার মেলায় উপস্থিতি স্বাভাবিক আছে। তাদের বিক্রিও ভালো। এ ছাড়া মেলায় আসা অনেক ক্রেতাই জঙ্গি হুমকির বিষয়টি অবগত নন।

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘বোমা হামলার হুমকি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণের জন্য উড়ো চিঠি দেওয়া হয়েছে। তবুও বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। কারা কোথা থেকে চিঠি পাঠিয়েছে, সেটি শনাক্তে কাজ চলছে।’

আগে থেকে চিঠি দিয়ে বাংলাদেশে কোনো জঙ্গিগোষ্ঠীর বোমা হামলার নজির নেই উল্লেখ করে সিটিটিসিপ্রধান বলেন, ডাকযোগে চিঠি পাঠানো হলেও কোথা থেকে এবং কীভাবে পাঠানো হয়েছে, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

দুই মন্ত্রীর বইমেলা যাওয়া স্থগিত : বইমেলায় দুটি আলাদা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শুক্রবার উপস্থিত থাকার কথা ছিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের। কিন্তু শুক্রবার সকালে দুই মন্ত্রণালয় থেকে আলাদা দুটি বার্তায় জানানো হয়েছে- তারা বইমেলার অনুষ্ঠানে যাচ্ছেন না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, অনিবার্য কারণে সেতুমন্ত্রীর মোড়ক উন্মোচন কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর খুদেবার্তায় জানান, অনিবার্য কারণে মন্ত্রী মো. শাহাব উদ্দিনের শুক্রবার বিকেল ৫টায় একুশে বইমেলায় গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গেলে সন্ত্রাসী হামলায় খুন হন লেখক অভিজিৎ রায় (৩৭)। এর আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বহুমাত্রিক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir