বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

গুদামে মজুতের রেকর্ড, খাদ্যসংকট হবে না: মন্ত্রী

রিপোর্টারের নাম / ১৭৭ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১:৩৪ অপরাহ্ন

সরকারি গুদামে খাদ্যের মজুত অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ অবস্থায় খাদ্যসংকট হবে না। নওগাঁ শহরের আটাপট্টি ও রুবির মোড়ে রোববার বেলা ১১টার দিকে চলমান ওএমএস বিক্রিয় কেন্দ্র পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ১০ লাখ টন চাহিদার বিপরীতে ২১ লাখ টনের বেশি খাদ্য মজুত আছে।

তিনি বলেন, ‘নিম্ন আয়ের জনগণ যাতে কষ্ট না পায়, তার জন্য ওএমএস চালু রাখা হয়েছে এবং আমরা ওএমএস দিয়ে যাব। পহেলা মার্চ থেকে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচিতে ৫০ লাখ লোক ১৫ টাকা হিসাবে ৩০ কেজি করে চাল পাবেন। এ ছাড়াও সারা দেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় ১৪ থেকে ১৫ হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে।

‘যতদিন মানুষের চাহিদা থাকবে, ততদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্যবান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে। তাই আতঙ্কের কিছু নেই। দেশে কোনো খাদ্যসংকট হবে না।’ ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘অতি মুনাফার লোভে খাদ্যদ্রব্য মজুত করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। নতুন আইন হচ্ছে। ইতোমধ্যে অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে।’

ওএমএসের ট্রাক থেকে পণ্য নিতে আসা অনেক নারী-পুরুষ জানান, চাহিদার তুলনায় বরাদ্দের পরিমাণ কম; বরাদ্দের পরিমাণ বাড়ালে তাদের সুবিধা হতো। এ কথা শুনে মন্ত্রী তাদের অসুবিধা বিবেচনার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir