আর্জেন্টিনার পর এবার লাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকো ঢাকায় দূতাবাস খুলতে যাচ্ছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে এই দূতাবাস খোলার ঘোষণা দিয়েছেন মেক্সিকোর পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্ড।
শুক্রবার (৩ মার্চ) ভারতের নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বৈঠকে মেক্সিকোর পররাষ্ট্র সচিব বলেন, ১৭ কোটির বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বড় ক্রীড়নক। তিনি বলেন, মেক্সিকো বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও সহযোগিতা বৃদ্ধি করতে আগ্রহী, বিশেষ করে ওষুধ, কৃষি বাণিজ্য এবং প্রযুক্তি খাতে।
মেক্সিকোয় ইতিমধ্যে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে।