বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পাংশায় প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে গরু, ছাগল ও ভ্যান বিতরণ শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি ভাংচুরের মামলায় গ্রেপ্তার ২ তাড়াশে মাদকদ্রব্য নিরোধ কল্পে সচেতনতার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিচারপতির বাসভবন, সুপ্রিমকোর্ট এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা মে মাসে সড়কে ৬১৪ জনের প্রাণহানি : যাত্রী কল্যাণ সমিতি ‘ঘেউ ঘেউ করার জন্য ইউরোপ টোকাইয়া মাত্র ২০টা লোক পাইলো!’ মাদক কারবারে বাধা দেওয়ায় ছেলের হাতে বাবা খুন সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা ইরানের হামলার আশঙ্কায় বাগদাদের দূতাবাস থেকে কর্মী সরালো যুক্তরাষ্ট্র

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যুক্তরাজ্যের প্রতিনিধি দল

রিপোর্টারের নাম / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে রবিবার, ১২ মার্চ, ২০২৩, ২:১১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করছেন যুক্তরাজ্যের চার সদস্যের প্রতিনিধিদল। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রতিনিধিদলটি উখিয়ায় পৌঁছান বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ।

এর আগে সকাল ৯টার দিকে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী আরটি হন এ্যানি ম্যারি ট্রেভেলিয়ানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

পরে সেখান থেকে প্রতিনিধিদলটি উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের উদ্দেশে রওনা দেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- যুক্তরাজ্যের ঢাকাস্থ দূতাবাসের হাই কমিশনার এইচ ই রবার্ট চ্যাটার্টন ডিকসন, যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, মিয়ানমারের ঢাকাস্থ দূতাবাসের পরিচালক মো. বারীকুল ইসলাম।

এএসপি ফারুক আহমেদ বলেন, প্রতিনিধি দলটি ৮ নম্বর আশ্রয় শিবিরে পরিদর্শন ছাড়াও ১৮ নম্বর ও ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্যরা আশ্রয় শিবিরে বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের কথা শুনেন। পরিদর্শন শেষে তারা বিকালে বিমানে করে ঢাকায় ফেরেন বলে জানান এপিবিএন পুলিশের এএসপি।

এদিকে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সফর সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir