বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

সবুজ অর্থায়নে ৫ হাজার কোটি টাকার তহবিল

রিপোর্টারের নাম / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১:৩২ অপরাহ্ন

রপ্তানি ও উৎপাদনমুখী শিল্প খাতের সবুজ অর্থায়ন এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে দেশীয় মুদ্রায় গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড নামে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছ বাংলাদেশ ব্যাংক। এ ঋণ বিতরণ বিতরণ করবে ৩২টি বাণিজ্যিক ব্যাংক। এ লক্ষে ব্যাংকগুলোর সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট।

গত ১৬ মার্চ বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে চুক্তি সম্পাদিত হয়।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং বাণিজ্যিক ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, সরকারি বাণিজ্যিক সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম এবং বেসরকারি ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট বিভাগের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir