শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন

খুব শিগ্রই সেন্সরে জমা হবে ‘উদীয়মান সূর্য’ সিনেমা

রিপোর্টারের নাম / ২৭০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


মারুফ সরকার,বিনোদন প্রতিবেদক :
‘উদীয়মান সূর্য’ ছবির ডাবিং সহ সকল কার্যক্রম শেষ পর্যায়ে। খুব শিগ্রই সেন্সরে জমা হবে, জানিয়েছেন উক্ত ছবির পরিচালক এসএম শফিউল আযম।

পরিচালক বলেন, ‘আমার ছবিটির শুটিং শেষ হয়েছে বেশ কিছুদিন আগে। কিন্তু আমি ভিন্ন কাজে ব্যস্ত থাকায় ছবিটির ডাবিং স্থগিত ছিল। আগামী কুরবানী ঈদের পর ছবিটি মুক্তির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন। ছবিটির ডাবিং শুরু হওয়ায় পুরা টিম এখন উজ্জীবিত। আনন্দে নায়িকা কান্তা নুর কেক এবং মিষ্টি নিয়ে এসে সবাইকে নিজে হাডে খাওয়াইছেন। এ সময় ছবির নায়ক সাদমান সামীর উপস্থিত ছিলেন না। ইউনিটের সবার কাছে তাৎক্ষণিকভাবে নায়কের অভাব অনুভূত হয়েছিল। সাদমান পরে এসে জানিয়েছেন, রাস্তায় জ্যাম থাকার কারণে তিনি সময় মতো ডাবিং থিয়েটারে পৌঁছুতে পারেননি। এ ছবিতে ঢাকার চলচ্চিত্র ও টিভি মিডিয়ার অনেক শিল্পী কাজ করেছেন। তাদের কাছ থেকে তিনি প্রত্যাশিত সহযোগিতাও পেয়েছেন। ছবিটি দর্শকের প্রত্যাশা পুরনে সক্ষম হবে বলে দাবি করেন ছবিটির প্ররিচালক ও প্রযোজক এস.এম. শফিউল আযম। তিনি প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখর জন্য দর্শকদের আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir