নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক দুইটি অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবাসহ দুইজন তালিকাভুক্ত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার উপজেলার আলমপুর পশ্চিমপাড়া ও আলমপুর স্বর্ণকারপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক আসামী উপজেলার আলমপুর পশ্চিমপাড়া এলাকার মন্তাজ আলীর ছেলে নুরুল ইসলাম (২৯) ও আলমপুর স্বর্ণকারপাড়া এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে মাহফুজুর রহমান (৪৭)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমপুর এলাকায় আলাদা দুটি অভিযানে দুইজন তালিকাভুক্ত মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামীরা জানায় তারা দীর্ঘদিন যাবত কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলো। ওসি আরও জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।