কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি ও সঠিক মান বজায় রেখে খাদ্য ক্রয় বিক্রয়ের তদারকি ও খাদ্যে ভেজাল বন্ধে কাজিপুর উপজেলা প্রশাসন সোনামুখী বাজারে ২৩মার্চ সন্ধ্যায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট হিসেবে অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও সহকারি কমিশনার(ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এসময় মূল্য তালিকা না থাকায় তারা মিস্টি, মনোহারী দোকান ও কাঁচামালের দোকানে অভিযান পরিচালনা করে মোট বিশ হাজার টাকা অর্থদন্ড করেন। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইজচার্জ শ্যামল কুমার দত্ত।