আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগন্জের বেলকুচি উপজেলা প্রশাসন আয়োজিত আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যলয় মাঠে ২৬মার্চ ২০২৩ মহান স্বাধিনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। অনুস্ঠানে উপস্থিত নেই প্রধান অতিথি সিরাজগন্জ-৫ বেলকুচি-চৌহালী সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল
রবিবার সুর্যদয়ের সাথে সাথে উপজেলা সদরে সোহাগপুর নতুনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের স্বরণে র্যালী অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এমপি মমিন মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলণ করার কথা থাকলেও অনুষ্ঠানে অংগ্রহন করেননি।তিনি তার মত কিছু নেতা কর্মী নিয়ে মহান স্বাধিনতা ও জাতীয় দিবস পালন করেছেন বলে জানা যায়। এ দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিত না থাকার কারনে আ’লীগের দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোপের সৃষ্টি হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, অফিসার ইনচার্জ আসলাম হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানসহ নির্বাচিত জনপ্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করেছে।
আনন্দ মুখর পরিবেশে দিবসটি পালন করা হয়। মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিশু-কিশোরদের মনোরম ডিসপ্লে দর্শকদের মুগ্ধ করেছে।