নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটিতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রোববার সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সহ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।
কর্মসূচির শুরুতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
পরে দলীয় কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংসদ আলহাজ আব্দুল মমিন মন্ডল।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রামানিক সহ উপজেলা আওয়ামীলীগ, সকল ইউনিয়ন আওয়ামীল, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।