বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ আলী (৩০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার খরনা ইউনিয়নের ফেসকচাপড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আশরাফ আলী আড়িয়া ইউনিয়নের মানিকদিপা ফকিরপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আফজাল, শাহিন ও আশরাফ তিন বন্ধু মিলে পাশ্ববর্তী ফেসকচাপড় গ্রামে যান। বন্ধুরা মিলে আশরাফ আলীকে তেঁতুল পাড়ার জন্য গাছে উঠে দেন। এ সময় তেতুল গাছের উপরে পল্লী বিদ্যুতের ৩৩ কিলোভোল্টের সঞ্চালন লাইনের সংস্পর্শে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পাকা রাস্তা ওপরে পড়ে যান আশরাফ। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।