কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
বীরমুক্তিযোদ্ধাদের বীরত্বের কারণেই আমরা আজ স্বাধীন, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকবেন।
দেশ ও দেশের মানুষের স্বার্থে বীর মুক্তিযোদ্ধারা আগামী নির্বাচনেও শেখ হাসিনার পক্ষে ঝাঁপিয়ে পড়বেন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
সোমবার (২৭ মার্চ) সকাল এগারোটায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ইউনূস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোলেমান হোসেন প্রমুখ। উপজেলার প্রায় দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এমপি জয় বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলে আজ ১৮ কোটি মানুষের খাদ্যনিরাপত্তা আছে। তিনি বেঁচে আছেন বলেই করোনাকালে সারাবিশ্ব যখন হুমকিতে পড়েছিল, বাংলাদেশ তখন মাথা তুলে দাঁড়িয়েছে। বিনাপয়সায় তিনি দেশের কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছিলেন। অর্থনৈতিক মন্দা যখন বিশ্বকে গ্রাস করে ফেলেছে তখনও বাংলাদেশ অর্থনৈতিকভাবে দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে।
তিনি বলেন, আজকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারাবিশ্ব যখন হুমকিতে পড়েছে, তখনও তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। এ কাজগুলোর জন্য মহান রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন। তাই আমি মনে করি, দেশের মানুষের স্বার্থই শেখ হাসিনার স্বার্থ। সেজন্য দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে আগামী নির্বাচনেও শেখ হাসিনার বিজয় ত্বরান্বিত করতে বীর মুক্তিযোদ্ধারা একাত্তরের মুক্তিযুদ্ধের মতোই ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি ।
তিনি আরও বলেন, হঠাৎ করে নয় বরং বঙ্গবন্ধুর দীর্ঘ সাধনা, পরিকল্পনা ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। হঠাৎ করে স্বাধীনতা আসেনি। আমাদের মুজিব বাহিনীর মূল নেতা ছিলেন শেখ মুজিব। তার জন্যই আমাদের বিজয় অর্জিত হয়েছে।