মোঃ শফিকুল ইসলাম,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে কাজিপুর থানা পুলিশ। তারইধারাবাহিকতায় গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি( বর্তমান ছিন্না চরপাড়া) গ্রামের মৃত সইমুদ্দিনের পুত্র আব্দুস সামাদ ( ৬০) ।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে কাজিপুর থানার ছিন্না চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আব্দুস সামাদ কে গ্রেফতার করে।এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোমাবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।