নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ২০২২-২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় প্রথম পর্যায়ে নির্বাচনী এলাকায় মোট ৪৬ টি প্রকল্পে মোট ৪৩ লক্ষ প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। সোমবার বেলা ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়নে ৪০টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং ৬টি এইচবিবি রাস্তাসহ মোট ৪৬টি প্রকল্পের নগদ বিল প্রদান করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর।