শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

তাড়াশে অবৈধ সীসা কারখানায় উচ্ছেদ অভিযান

রিপোর্টারের নাম / ৪৪৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন গ্রামের রাস্তার ধারে ফসলি জমিতেই গড়ে উঠেছে ব্যাটারির কারখানা স্থাপিত পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী একটি কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে তাড়াশ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ।

সোমবার (২৭ মার্চ ) তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো মেজবাউল করিমের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ প্রসঙ্গে রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তামিম হাসান জানান, উপজেলার কুন্দাশন গ্রামের রাস্তার ধারে নামক স্থানে অবস্থিত পুরাতন ব্যাটারী হতে সীসা উৎপাদনকারী একটি কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় কারখানািএকটির সকল স্থাপনা ভেঙ্গে ও গুড়িয়ে দেওয়া হয়েছে।এসময় পুরাতন ব্যাটারী সীসা বার জব্দ করা হয়। কারখানায় মালিক- শ্রমিক উপস্থিত না থাকায় কাউকে জেল-জরিমানা করা সম্ভব হয়নি।

এসময় পরিবেশ অধিদপ্তর, এর সহকারী পরিচালক মোঃ তামিম হাসান তাড়াশ থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো মেজবাউল করিম ও পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ তামিম হাসান জানান,উপজেলার সকল অবৈধ কারখানা বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir