নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩৫ দিনে ৮বছর বয়সী হাফেজ আশরাফুল ইসলামকে সংবর্ধনা দিয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। রবিবার রাতে বেলকুচি পৌর এলাকার শেরনগরস্থ এমপির বাসভবনে বিস্ময় শিশু হাফেজ আশরাফুলের কন্ঠের তেলাওয়াত শুনে তাকে ফুলেল সংবর্ধনা ও পুরষ্কার তুলে দেয়া হয়। গত ১৬ মার্চ বিস্ময় শিশু হাফেজ আশরাফুলকে নিয়ে বিভিন্ন গনমধ্যমে সংবাদ প্রকাশ হয়। খবরটি স্থানীয় সাংসদের দৃষ্টিগোচর হলে তিনি ওই শিশুর পরিবারকে আমন্ত্রন জানান।
আশরাফুলের বাবা এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিম পাড়া মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ বাবু প্রামানিক। গোপরেখী মিফতাহুল উলুম হাফিজিয়া মাদরাসার শিক্ষক ও কমিটির নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ আনন্দঘন মুর্হুতে উপস্থিত ছিলেন।
এসময় এমপি মমিন মন্ডলকে মাদরাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেন নজরুল ইসলাম মাষ্টার। এসময় এমপি মমিন মন্ডল বলেন, মাত্র ১৩৫ দিনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মুখস্ত করে শিশু আশরাফুল দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। শিশুটির মেধা ও পরিশ্রম সার্থক হয়েছে। আল্লাহ তাকে বিশ্ব বরেণ্য আলেম ও দেশের খেদমতে কবুল করুন। এছাড়া এই শিশুটিকে যেন জাতীয় ভাবে সম্মানিত করা হয় সে জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করা হবে। মেধাবী ও বিস্ময় এই বালককে নিয়ে সংবাদ প্রকাশ করায় গনমাধ্যমকে ধন্যবাদ জানান এমপি।