শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ

নাটোরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুইজনের যাবজ্জীবন ও একজনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত

রিপোর্টারের নাম / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে


নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহাগ ও সাগর নামে দুইজনের যাবজ্জীবন ও রনি নামে একজনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এ ছাড়াও যাবজ্জীবন দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা বড়াইগ্রামের ঢুলিয়া মোল্লাপাড়া মহল্লার আব্দুর করিমের ছেলে সোহাগ,মোঃ নিজামের ছেলে সাগর ও ১০ বছরের কারাদন্ডপ্রাপ্ত রনি একই এলাকার আকাইলী প্রামানিকের ছেলে।

মামলা সুত্রে জানা যায়,২০১৬ সালের ১০ এপ্রিল রাত ৯ টার দিকে এলাকার একটি শালিস বৈঠক চলাকালে সেখানে থাকা শিশুকে ডেকে নিয়ে যায় সোহাগ। পরে সোহাগ তার বন্ধু সাগর ও রনিকে সাথে নিয়ে পাশের বিলের মধ্যে চলে যায়। সেখানে তারা শিশুকে ধর্ষনের চেষ্টা চালায়।

এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের দেখতে পায়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর মা পারভীন বেগম বাদী হয়ে সোহাগ,সাগর ও রনিকে অভিযুক্ত করে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত বড়াইগ্রাম থানা পুলিশকে মামলাটি তদন্তের ভার দেন। পরে পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। দীর্ঘ ৭ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতের বিচারক সোহাগ ও সাগরকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। অপর অভিযুক্ত রনিকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir