কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যবর্তী সিমান্তবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৬০ বছর বয়সী এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।বুধবার ২৯ মার্চ দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আরোহী শাহজাহান প্রামাণিক(৬০) কাজিপুর উপজেলার গান্ধাইল গ্ৰামের মৃত শুকুর মাহমুদের ছেলে।
স্থানীয়রা জানায়, কাজিপুর থেকে সিরাজগঞ্জগামী বালুবাহী একটি ট্রাক দুই উপজেলার মধ্যবর্তী সিমান্তবাজারে বেপরোয়া গতিতে সাইকেল আরোহীকে পিষ্ট করলে শাহজাহান মারাত্মক আহত হন, হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাক চালক স্বপন আলী ও ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে । আটককৃত চালকের বাড়ি পাবনা জেলার বেড়া থানার বেরিশালিকা গ্ৰামে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।