শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘বিচারের আগে শেখ পরিবার রাজনীতি করতে পারবে না’ তারেক রহমানের ৩১ দফা জনকল্যানকর -আমিরুল ইসলাম আলীম ‘সব শক্তি’ নিয়ে ভারতকে হারাতে নামবে বাংলাদেশের যুবারা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১৮৬ তবলা বাদক থেকে চ্যানেলের মালিক, বিদেশেও অঢেল সম্পদ গান বাংলার তাপসের ছেলের মারধরে বাড়ি ছাড়া অসহায় বাবা-মা গুরুদাসপুরে বিনা নোটিশে ব্যবসায়ীকে উচ্ছেদ, জায়গা ফিরে পাওয়ার দাবি দেশে আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের ঘটনা ঘটলেও ভারত তখন চুপ ছিলো আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে -দুলু প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধি শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিংড়ায় আড়াই শতাধিক জবাইকৃত চাকলা ও চড়ুই পাখি উদ্ধার

রিপোর্টারের নাম / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৭:৩২ অপরাহ্ন



নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় আড়াই শতাধিক জবাইকৃত চাকলা ও চড়ুই পাখি উদ্ধার করেছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১১ টায় সিংড়া পৌর শহরের মাদরাসা মোড়ের সুবর্ণ সরোবরের সামনে থেকে কাপড়ের ব্যাগ ভর্তি পাখিগুলো উদ্ধার করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, সিংড়ার চলনবিলে পাখি শিকারের দৌরাত্ম কমলেও গোপনে পাখি শিকার করে কাপড়ের ব্যাগে ভরে বাড়ি বাড়ি সরবরাহ হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার সিংড়া মাদ্রাসা মোড় এলাকায় অবস্থান নেন স্থানীয় পরিবেশ কর্মীরা। হঠাৎ বেলা সাড়ে ১১টায় সুবর্ণ সরোবরের সামনে একটি কালো পাঞ্জাবি ও মাক্স পরিহিত ব্যক্তির কাপড়ে ব্যাগে তল্লাসি করতে চাইলে তা ফেলে রেখে কৌশলে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে ব্যাগ ভর্তি জবাইকৃত পাখি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে নিয়ে উপস্থিত জনসম্মুখে সচেতনতার মাধ্যমে মাটিচাপা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান কামরুল হাসান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, সিনিয়র সাংবাদিক শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী আব্দুর রশিদ, আবু বকর সিদ্দিক প্রমুখ।

এবিষয়ে ইউএনও মাহমুদা খাতুন মুঠোফোনে বলেন, চলনবিলে পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। আর এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir