শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াশে নাশকতার মামলায় সাবেক কাউন্সিলর শামীম গ্রেফতার তাড়াশে দশ হাজার তালের বীজ রোপণ উদ্বোধন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড গঠিত শেখ হাসিনা ভেবেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই এরা নিশ্চিহ্ন হয়ে যাবে -মাসুদ সাঈদী চাঁদার টাকা না পেয়ে মসজিদের ইমামকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১ বিচ্ছেদের পেছনে ছিল ‘মন্ত্রীর হাত’, মুখ খুললেন সামান্থা নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ফিলিপাইনের আখ চাষে সফল সিংড়ার সাগর নাটোরে রাজিব হত্যাসহ চার মামলায় বিএনপি নেতা দুলু বেকসুর খালাস চিনিকলগুলোর কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভূক্ত করার দাবীতে মানববন্ধন

ঋণ বিতরণের শর্ত শিথিল হলো এসএমই খাতে

রিপোর্টারের নাম / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

বাংলাদেশ ব্যাংক আগে ব্যাংকগুলোকে চলতি বছরে তাদের বিতরণ করা মোট ঋণের ২৫ শতাংশ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট মাঝারি (এসএমই) খাতে বিতরণ করতে বলেছিল। পাশাপাশি কোন খাতে কত ঋণ দিতে হবে, সেটিও নির্ধারণ করে দিয়েছিল। এখন বাংলাদেশ ব্যাংক বলছে, উৎপাদন, সেবা ও ব্যবসা খাতে ঋণ দেওয়ার বিদ্যমান হার শিথিল করা যাবে। এই সুযোগ ২০২৪ সালের জুন পর্যন্ত বলবৎ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে ছাড় দেওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, করোনা-পরবর্তীকালে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্যান্য খাতের পাশাপাশি ব্যবসা খাতেও ঋণের চাহিদা অপেক্ষাকৃত বেশি বলে পরিলক্ষিত হচ্ছে। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী যেকোনো খাতে ঋণ দিতে পারবে।

এছাড়া প্রাক্-অর্থায়নের আওতায় আগের দেওয়া নির্দেশনা অনুযায়ী ৬০ শতাংশ মেয়াদি ঋণ খাতে ও ৪০ শতাংশ চলতি মূলধন খাতে বিনিয়োগ করতে হবে। এ সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেয়াদি ঋণে ৬ মাসে ঋণ পরিশোধে বিরতিসহ ৫ বছর মেয়াদ দিতে হবে। এই ঋণে সুদসহ কিস্তি আদায় করতে হবে তিন মাস পর থেকে। চলতি মূলধনের দেওয়া ঋণ এক বছর পর সুদসহ কিস্তি আদায় করতে হবে।

জাতীয় শিল্পনীতিতে বলা হয়েছে, ২০২৪ সালে ঋণের ২৫ শতাংশ দিতে হবে এসএমই খাতে। মূলত এই লক্ষ্য অর্জন করতেই কেন্দ্রীয় ব্যাংক নতুন নির্দেশনাটি দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালে সিএমএসএমই খাতে যে ঋণ বিতরণ করা হবে, তার ৪০ শতাংশ উৎপাদনশীল খাতে, ২৫ শতাংশ সেবা খাতে ও ৩৫ শতাংশ ব্যবসা খাতে যাবে। এই নীতিতেই ছাড় দিল বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir