রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন

আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন

রিপোর্টারের নাম / ২৬৮ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:
ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশনে ট্রেন থামা ও যাত্রী উঠা-নামা শুরু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় মেট্রোরেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। উত্তরা-আগারগাঁও রুটের নয়টি স্টেশনের মধ্যে ৭টি স্টেশনে এতোদিন ট্রেন থামতো। এখন বাকি দুটি স্টেশনও চালু হওয়ায় এই রুটের সবগুলো স্টেশনেই ট্রেন থামছে।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজার মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, সকাল ৮টায় দুটি স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন যাত্রীরা স্টেশনে প্রবেশ করছে এবং মেট্রোরেলও থামছে।


মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে মোট ৯টি স্টেশন রয়েছে। এর আগে পর্যাক্রমে উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, ও আগারগাঁও- এই সাতটি স্টেশন খুলে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেলের উদ্বোধন করেন। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যাত্রীসেবা কার্যক্রম পরিচালনা করছে মেট্রোরেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir