তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেলের ধাক্কায় মইফুল খাতুন নামে (৪২) এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোয়ালগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত গৃহবধু গোয়ালাগ্রাম এলাকার মৃত লাবু মিয়ার স্ত্রী।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, দুপুরে ওই গৃহবধু রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় মোটরসাইকেল চালক এনামুল গুরুতরভাবে আহত হলে তাকে চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)