মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরের ২নং হলোখানা ইউনিয়নের ভিডব্লিউবি ২০২৩ -২০২৪ চক্র উপকার ভোগীদের মধ্যে কার্ড ও বিনা মূল্যে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে ২নং হলোখানা
ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ডধারী ৩৯৮ জন দুস্থ ভিডব্লিউবি উপকার ভোগীদের মধ্যে দুই মাসের ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়।
২নং হলোখানা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে চাল বিতরণে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী , বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা।