শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের চার মার্কেটে

রিপোর্টারের নাম / ২৭৪ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে

অনলাইন ডেস্ক:

রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন আশেপাশের আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের সঙ্গে বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

পার্শ্ববর্তী অ্যানেক্স মার্কেটের দোকান মালিক নাসিম গণমাধ্যমকে বলেন, “বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন লেগেছে।”

আরেক দোকান মালিক আল মামুন বলেন, আগুন লেগেছে বঙ্গবাজার থেকে। আমার দোকান অ্যানেক্স মার্কেটে। দুই ঘণ্টা হলো এখানে এসেছি। ভয়ে কিছুই বের করতে পারিনি। এখন আমার দোকানও শেষ!

ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে শাড়ি, জিন্সের প্যান্টসহ বিপুল কাপড়ের স্টক ছিল তাদের দোকানে। সব দোকানে কাপড় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

অন্যদিকে পার্শ্ববর্তী ইসলামিয়া মার্কেটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের বিপরীতে থাকা দোকানের মালিক ও কর্মচারীদের তাদের দোকানে থাকা মালামাল বের করে রাখতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir