সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় ৬০ গ্রাম হেরোইনসহ সোহেল রানা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের রামারচর নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অস্থায়ী পুলিশ চেক পোষ্ট স্থাপন করে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত আসামী, চাঁপাইনবাবগঞ্জ থানার
কোদালকাটি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে
সোহেল রানা (৩০)।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মঙ্গলবার সকালে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে জানান,সোমবার বিকেলে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের রামারচর এলাকায় নেছারিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অস্থায়ী পুলিশ চেক পোষ্ট স্থাপন করে যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)