শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ

কুড়িগ্রামে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জেলা শহরের বিভিন্ন বাজার বিশেষ অভিযান

রিপোর্টারের নাম / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে




মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি :


অগ্নিকান্ডের ঝুঁকি প্রতিরোধে কুড়িগ্রামে জেলা শহরের বিভিন্ন বাজার ও কাপড় মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দুর্ঘটনা প্রতিরোধে এটি সচেতনতামূলক অভিযান বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো মেয়াদোত্তীর্ণ বিদ্যুতের তার, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক মিটার এবং অগ্নি নির্বাপক যন্ত্র পরিদর্শন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, নেসকো’র নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম, ভোক্তা অধিকার অধিদপ্তর, কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ।
ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার ও প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার জন্য ব্যবসায়ী ও দোকান মালিকদের পরামর্শ দেয়া হয়।


কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, ‘মার্কেটের দোকানগুলোতে লাগানো মেয়াদোত্তীর্ণ বৈদ্যুতিক মিটার, তারের কারনে দুর্ঘটনা হতে পারে কি না এবং ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা তা আমরা পরিদর্শন করছি। আমাদের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছিলেন। অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার ও প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হচ্ছে।’
দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ‘আমরা আগামীতে এ ধরণের সচেতনতামূলক অভিযান অব্যাহত রাখবো। এরপর পর্যায়ক্রমে আইনের প্রয়োগ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir