খেলাধুলা ডেস্ক:
এল ক্লাসিকোকে আজ রাত ১টায় ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনা জিতেছিল ১-০ গোলে। আজ দ্বিতীয় লেগে ড্র করলেও ফাইনালের টিকিট পাবে জাভি এর্নান্দেসের দল। আর রিয়ালকে জিততে হবে অন্তত ২-০ গোলে।
কাজটা কঠিন হলেও আত্মবিশ্বাসী রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি, ‘এটা কোনো সাধারণ ম্যাচ নয়। আমরা লড়াইয়ে পিছিয়ে আছি, এ জন্য বিশেষ কিছু করতে হবে। দলের সবাই তৈরি। ইতিবাচক হচ্ছে, সবাই ছন্দে থাকায় এল ক্লাসিকোর সেরা দল বেছে নেওয়াটা কঠিন আমার জন্য।’
এবারের মৌসুমে আজ পঞ্চম এল ক্লাসিকোয় মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। আগের চার দেখায় তিনটিই জিতেছে কাতালানরা। রিয়ালের সর্বশেষ জয় গত বছর অক্টোবরে লা লিগায় ৩-১ গোলে। ফিরতি লেগে বার্সেলোনা জিতেছে ২-১ ব্যবধানে, যা আবার চার বছর পর ন্যু ক্যাম্পে এল ক্লাসিকায় কাতালানদের প্রথম।