সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় একটি বাসায় রিফা খাতুন (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাড়ে ৩ টার দিকে নিজ ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রিফা খাতুন সলঙ্গা থানার তারুটিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী লুৎফর রহমানের স্ত্রী।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নিজ ঘরে গলায় ফাঁস দেন ওই গৃহবধূ রিফা খাতুন। স্বজনরা দেখতে পেয়ে থানায় খবরদেয়, ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়ছে। রিফা খাতুন কী কারণে আত্মহত্যা করেছে,তা জানাযায় নাই এখনো। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।